চরচা ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে অবহিত করেন। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সকাল ১১টার দিকে সেনাপ্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে অবহিত করেন। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সকাল ১১টার দিকে সেনাপ্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।