জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৪৩ ভোটার অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন, আর ২১ হল সংসদের ৩১৫ পদে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। পূর্ণাঙ্গ চারটি ও আংশিক তিনটি মিলিয়ে মোট সাতটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে, পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশন।

সম্পর্কিত