চরচা ডেস্ক

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৪৩ ভোটার অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন, আর ২১ হল সংসদের ৩১৫ পদে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। পূর্ণাঙ্গ চারটি ও আংশিক তিনটি মিলিয়ে মোট সাতটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে, পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশন।

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৪৩ ভোটার অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন, আর ২১ হল সংসদের ৩১৫ পদে প্রার্থী হয়েছেন ৪৪৭ জন। পূর্ণাঙ্গ চারটি ও আংশিক তিনটি মিলিয়ে মোট সাতটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে, পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।