ডাকসুতে চলছে ভোটের লড়াই

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ডাকসুতে চলছে ভোটের লড়াই
৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন। ছবি: চরচা

ঢাকা বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত, তবে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছালে সবাই ভোট দিতে পারবেন।

এবারের নির্বাচনে ২৮টি পদে লড়ছেন ৪৭১ প্রার্থী, ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, এর মধ্যে নারী মাত্র ৫ জন।

বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০ বুথে চলছে ভোটগ্রহণ, যার মধ্যে সর্বাধিক ভোটার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

ভোট শেষে রাতেই ফল ঘোষণা হবে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তখন ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী।

সম্পর্কিত