আগামী নির্বাচনে ভোটকেন্দ্র ৪২,৭৬১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আগামী নির্বাচনে ভোটকেন্দ্র ৪২,৭৬১
ছবি: চরচা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১।

পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া নিয়ে দাবি বা আপত্তি গ্রহণ গ্রহণ করা হয়, যা নিষ্পত্তি করা হয় ১২ অক্টোবর। এরপর ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা ২০ অক্টোবর চূড়ান্ত করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে জাতীয় সংসদ নির্বাচনের ২৫ দিন আগে গেজেট প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।

সম্পর্কিত