চরচা ডেস্ক

সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার চীনের তিয়ানজিং পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন তিনি।
ঘণ্টা খানিকের এই বৈঠকে চীনের প্রেসিডেন্টকে বন্ধুত্বের বার্তাই দিয়েছেন মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে চীন–ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার চীনের তিয়ানজিং পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন তিনি।
ঘণ্টা খানিকের এই বৈঠকে চীনের প্রেসিডেন্টকে বন্ধুত্বের বার্তাই দিয়েছেন মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে চীন–ভারত সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।