চরচা ডেস্ক

একাত্তরের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি দাবি করেন, জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে।
শনিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মোয়াজ্জেম হোসেন আলালের দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে এসব দাবি করা হয়।
বিবৃতিতে আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময়ে কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।”
জামায়াত দেশের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক দাবি করে আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। জামায়াতে ইসলামী সর্বদা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। অতএব, জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত।”
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।”

একাত্তরের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি দাবি করেন, জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে।
শনিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মোয়াজ্জেম হোসেন আলালের দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে এসব দাবি করা হয়।
বিবৃতিতে আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময়ে কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।”
জামায়াত দেশের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক দাবি করে আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। জামায়াতে ইসলামী সর্বদা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। অতএব, জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত।”
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।”

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।