নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে প্রধান উপদেষ্টাকেই দায় নিতে হবে: ফখরুল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে প্রধান উপদেষ্টাকেই দায় নিতে হবে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চরচা ফাইল ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে সংসদ নির্বাচন না হলে এর দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার সংস্কার, নির্বাচন ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন এই বিএনপি নেতা।

মির্জা ফখরুল বলেন, “জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে। সকল একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।”

বিএনপি মহাসচিব বলেন, “নোট অব ডিসেন্ট উল্লেখ থাকার পরও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় তা উপেক্ষা করা হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা। এই অবস্থা সংশোধন করা জরুরি।”

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন যত দেরি হবে, ফ্যসিবাদী শক্তি তত শক্তিশালী হবে। অস্থিতিশীলতার সুযোগে যারা বাংলাদেশকে অশান্ত করতে চায়, তারা শক্তিশালী হয়ে উঠছে।”

সম্পর্কিত