আমেরিকায় অভিবাসী বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ৩

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় অভিবাসী বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ৩
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

আমেরিকার টেক্সাসের ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বন্দিশিবিরে বন্দুক হামলায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকালে পাশের ভবনের ছাদ থেকে এক বন্দুকধারী এ হামলা চালান।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করলে হামলাকারী আত্মহত্যা করেন। হামলায় আইসিইর কোনো কর্মকর্তা হতাহত হননি।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এক্সে দেওয়া এক পোস্টে এটিকে ‘নজিরবিহীন’ হামলা হিসেবে উল্লেখ করেছেন।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পর্কিত