চরচা ডেস্ক

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীতে বাজুসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৫–২৬ ও ২০২৬–২৭ মেয়াদের জন্য কমিটি ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারপারসন নাসরিন ফাতেমা আউয়াল।
নতুন কমিটিতে ডায়মন্ড অ্যান্ড ডিভাস জুয়েলারির মালিক এনামুল হক খান সভাপতি নির্বাচিত হয়েছেন। সানন্দা জুয়েলার্স লিমিটেডের মালিক রণজিৎ ঘোষ সিনিয়র সহ-সভাপতি এবং আজাদ আহমেদ, অভি রায় ও ইকবাল হোসেন চৌধুরী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অমিত ঘোষ।
এনামুল হক বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের অনেক সময় ভুলভাবে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রতিশ্রুতি দেন, দেশে স্বর্ণের ভ্যাট ১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার জন্য তিনি কাজ করবেন।
তিনি আরও বলেন, ভারতে স্বর্ণের ভ্যাট ২ শতাংশ, কিন্তু বাংলাদেশে তা তুলনামূলক বেশি। আমদানি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা লাগেজ রুল পুনর্বহালের দাবি জানিয়ে যাব।
বাজুস জানিয়েছে, নবনির্বাচিত এই কমিটি আগামী ১৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। নতুন নেতৃত্বের হাতে দেশের স্বর্ণ ব্যবসা আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীতে বাজুসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৫–২৬ ও ২০২৬–২৭ মেয়াদের জন্য কমিটি ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারপারসন নাসরিন ফাতেমা আউয়াল।
নতুন কমিটিতে ডায়মন্ড অ্যান্ড ডিভাস জুয়েলারির মালিক এনামুল হক খান সভাপতি নির্বাচিত হয়েছেন। সানন্দা জুয়েলার্স লিমিটেডের মালিক রণজিৎ ঘোষ সিনিয়র সহ-সভাপতি এবং আজাদ আহমেদ, অভি রায় ও ইকবাল হোসেন চৌধুরী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অমিত ঘোষ।
এনামুল হক বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের অনেক সময় ভুলভাবে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রতিশ্রুতি দেন, দেশে স্বর্ণের ভ্যাট ১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার জন্য তিনি কাজ করবেন।
তিনি আরও বলেন, ভারতে স্বর্ণের ভ্যাট ২ শতাংশ, কিন্তু বাংলাদেশে তা তুলনামূলক বেশি। আমদানি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা লাগেজ রুল পুনর্বহালের দাবি জানিয়ে যাব।
বাজুস জানিয়েছে, নবনির্বাচিত এই কমিটি আগামী ১৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। নতুন নেতৃত্বের হাতে দেশের স্বর্ণ ব্যবসা আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।