কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত থাইল্যান্ডের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত থাইল্যান্ডের
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল (মাঝে) এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত (বামে) গত অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: রয়টার্স

থাইল্যান্ড ঘোষণা করেছে, তারা কম্বোডিয়ার সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি এখন স্থগিত রাখছে। চুক্তিটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর উপস্থিতিতে অক্টোবর মাসে মালয়েশিয়ায় স্বাক্ষরিত হয়েছিল।

সোমবার থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। খবর বিবিসি।

সরকারের মুখপাত্র বলেন, ‘’সিসাকেট প্রদেশের সীমান্তে মাইন বিস্ফোরণে কয়েকজন সৈন্য আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘’

প্রধানমন্ত্রী অনুটিন চার্নভিরাকুল বলেন, ‘’সামরিক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, নিরাপত্তার হুমকি এখনও কমেনি। তাই চুক্তির বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে।‘’

কম্বোডিয়া চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, থাইল্যান্ড এটিকে সরাসরি শান্তি চুক্তি হিসেবে স্বীকার করছে না। চুক্তির মূল উদ্দেশ্য ছিল সীমান্ত সংঘর্ষের পরে স্থায়ী শান্তি স্থাপন করা। জুলাই মাসে এই সংঘর্ষে ৪০–এর বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

চুক্তিতে দুই দেশ সম্মত হয়েছিল ভারী অস্ত্র সরানোর এবং সীমান্তে পর্যবেক্ষণ টিম স্থাপনের। এ ছাড়া পরবর্তী ধাপে ১৮ জন কম্বোডিয়ার সৈন্যকে থাইল্যান্ড থেকে মুক্তি দেওয়ার কথাও ছিল।

বিশ্লেষকদের মতে, থাই সেনাদের হতাহতের ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং সীমান্তে স্থিতিশীলতার পথে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সম্পর্কিত