শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতে মব ভায়োলেন্স: মির্জা ফখরুল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতে মব ভায়োলেন্স: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

শেখ হাসিনার রায়ের পর ‘মব’ দেখে হতাশ হয়েছেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সন্দেহ, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে কোনো মহল এই কাজগুলো করছে।

আজ বুধবার গুলশানে হোটেল লেকশোরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমার মাঝে মাঝে একটু হতাশ লাগে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতাবিরোধী অপরাধের জন্যে রায় দেওয়া হচ্ছে কোর্টে। অন্যদিকে দেখি মব ক্রেসি, মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না।”

মির্জা ফখরুল বলেন, “আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করেছে। আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কি না এটা আমাদের দেখা উচিত।”

তিনি বলেন, “আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলব যে, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাকে মেরে ফেল পিটিয়ে…দিস ইজ নট ডেমোক্রেসি।”

বিএনপি কোন ‘বিপ্লবী দল নয়’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “এটা আমি পরিষ্কার করে বলতে চাই। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করেন করতে পারেন। কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, উই আর লিবারেল ডেমোক্রেটস। এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোন সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই। আই অ্যাম অ্যা লিবারেল ডেমোক্র্যাট।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গ্রন্থের সম্পাদক বাবুল তালুকদার, প্রকাশক অধ্যাপক বিএম নাগিব হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

সম্পর্কিত