দুই কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দুই কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে
মাদ্রাসা শিক্ষক ইউনুস আলী গত ৩০ অক্টোবর টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে।

মাদ্রাসা শিক্ষক ইউনুস আলী গত ৩০ অক্টোবর টাকা ফেরত দেওয়ার কথা বলে পালিয়ে যান।

ইউনুস আলী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত মারকাযুল ইলমী মাদ্রাসার শিক্ষক ছিলেন।

শিক্ষক, সহকর্মীদের থেকে তিনি প্রতিদিন ধার নিতেন। উল্লেখ্য, সহকর্মী মিজানুর রহমানের ২৭ লাখ, আল আমিন ইসলাম প্রান্তের ২৭ লাখ ৫০ হাজার এবং মুফতি শামসুল ইসলামের থেকে ১৩ লাখ টাকা নেন।

ভূক্তভোগী শামসুল ইসলাম বলেন, “আমি ইউনুসকে দুধ-কলায় মানুষ করেছি, অথচ সে আমার ১৩ লাখ টাকা নিয়ে গেছে।”

ইউনুস আলী সকলের কাছ থেকে ধার হিসেবে টাকা নিতেন এবং ধারকৃত টাকা ফেরত দিয়ে দিতেন। তবে বেশকিছুদিন ধরে তিনি ধারকৃত টাকা ফেরত দিচ্ছিলেন না। পরবর্তীতে ৩০ অক্টোবর টাকা দেওয়ার কথা ঠিক হলে তিনি উধাও হয়ে যান। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মিজানুর রহমান যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সম্পর্কিত