অ্যাপলের বাজার মূল্য ৪ ট্রিলিয়ন ডলার স্পর্শ করল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অ্যাপলের বাজার মূল্য ৪ ট্রিলিয়ন ডলার স্পর্শ করল
গত বুধবার অ্যাপলের শেয়ার ২৬৯.৮৯ ডলারে পৌঁছে ৪.০০৫ ট্রিলিয়ন ডলার বাজার মূল্য তৈরি করেছিল। ছবি: পেক্সেলস

অ্যাপল প্রথমবারের মতো চার ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে। এর মাধ্যমে বিশ্বে তৃতীয় বৃহৎ টেক কোম্পানি হিসেবে অবস্থান করেছে। এর আগে এনভিডিয়া এবং মাইক্রোসফট এই সীমা পেরিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল কোম্পানির বাজার মূল্য বাড়ার মূল কারণ, সর্বশেষ আইফোন মডেলগুলোর চাহিদা বৃদ্ধি। নতুন মডেলের মধ্যে আইফোন ১৭ এবং আইফোন এয়ার রয়েছে। গত নয় সেপ্টেম্বরে নতুন মডেল বাজারে আসার পর থেকে শেয়ারের দাম প্রায় ১৩% বেড়েছে।

গত বুধবার অ্যাপলের শেয়ার ২৬৯.৮৯ ডলারে পৌঁছে ৪.০০৫ ট্রিলিয়ন ডলার বাজার মূল্য তৈরি করেছিল, যদিও দিন শেষে ৩.৯৯২ ট্রিলিয়ন ডলার মূল্যে শেষ হয়।

রিসার্চ ফার্ম কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, আইফোন ১৭-এর প্রাথমিক বিক্রয় যুক্তরাষ্ট্র এবং চীনে পূর্ববর্তী মডেলের তুলনায় ১৪% বেশি ছিল।

নর্থলাইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস জ্যাকেরেলি বলেন,“আইফোন অ্যাপলের লাভ এবং আয়ের অর্ধেকেরও বেশি জোগায়। কোম্পানিটি যত বেশি মানুষের হাতে ফোন তুলে দিতে পারবে, তত বেশি মানুষকে তাদের ইকোসিস্টেমের মধ্যে আনতে পারবে।”

আগামী ৩০ অক্টোবর অ্যাপল তাদের চতুর্থ প্রান্তিকের ফলাফল ঘোষণা করতে চলেছে। যেখানে বিনিয়োগকারীরা নতুন আইফোন বিক্রির পরিসংখ্যান জানতে পারবে।

সম্পর্কিত