ঢাকা ব্যাংক পিএলসি. এবং গ্রামীণফোন লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে গ্রামীণফোনের প্রিমিয়াম গ্রাহকদের জন্য বিশেষ অটো লোন সুবিধা চালু করা হচ্ছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্বাক্ষর ও বিনিময় করা হয়।
চুক্তিতে ঢাকা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এইস.এম. মোস্তাফিজুর রহমান, হেড অব রিটেইল বিজনেস ডিভিশন, ঢাকা ব্যাংক পিএলসি। গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন মুনিয়া গোনি, হেড অব পার্টনারশিপ, মার্কেটিং।
এই অংশীদারত্বের আওতায় গ্রামীণফোনের জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা ঢাকা ব্যাংকের অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন বিশেষ করে অগ্রাধিকারমূলক সুদের হার ও আকর্ষণীয় ভ্যালু অ্যাডেড বেনিফিটসহ। এর ফলে গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়ন আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ গ্রাহকদের প্রিমিয়াম অটোমোবাইল মালিকানার সুযোগ বাড়ানোর পাশাপাশি ভোক্তা অর্থায়ন খাতে ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি উদ্ভাবনী রিটেইল ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে ঢাকা ব্যাংকের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অন্যদিকে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, এই সহযোগিতার মাধ্যমে তাদের প্রিমিয়াম গ্রাহকরা অতিরিক্ত আর্থিক সুবিধা উপভোগ করবেন, যা গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।