চরচা ডেস্ক

আমেরিকার কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। কার্গো প্লেনটি ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল।
লুইসভিলের মেয়র জানান, উড়োজাহাজটিতে প্রচুর জ্বালানি ছিল এবং ঘটনাস্থলে এখনও আগুন জ্বলছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ইউপিএস ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা করেছিল। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

আমেরিকার কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়। উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। কার্গো প্লেনটি ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল।
লুইসভিলের মেয়র জানান, উড়োজাহাজটিতে প্রচুর জ্বালানি ছিল এবং ঘটনাস্থলে এখনও আগুন জ্বলছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ইউপিএস ফ্লাইটটি হাওয়াইয়ের উদ্দেশে রওনা করেছিল। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।