প্রতিবেশী দেশের কাণ্ডজ্ঞানের ওপর ভারতের আচরণ নির্ভর করে: জয়শঙ্কর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রতিবেশী দেশের কাণ্ডজ্ঞানের ওপর ভারতের আচরণ নির্ভর করে: জয়শঙ্কর
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের বিভিন্ন ধরনের প্রতিবেশী আছে। প্রতিবেশী দেশের কাণ্ডজ্ঞানের ওপরই ভারতের আচরণ নির্ভর করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘যদি প্রতিবেশী ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের সাহায্য করা। ভারত দেশ হিসেবে সেটাই করে।’’

গতকাল শুক্রবার চেন্নাইতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের এক অনুষ্ঠানে বাংলাদেশ সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কেবল বাংলাদেশ নয়, সুখে-দুখে সেই প্রতিবেশীর সাথেই ভারত সুসম্পর্ক রাখবে, যারা সুসম্পর্ক রাখতে চায়।’’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ঢাকা সফরে বাংলাদেশের প্রতি এমন বার্তা নিয়ে গিয়েছিলেন বলেও জানান জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, ‘‘বর্তমানে তারা (বাংলাদেশ) নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা (ভারত) সেই নির্বাচনের জন্য তাদের শুভকামনা জানাই । আশা করি, পরিস্থিতি স্থিতিশীল হলে এই অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ মনোভাব আরও বৃদ্ধি পাবে।’’

বাংলাদেশবিষয়ক প্রশ্নের জবাবেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যদি কোনো দেশ পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আমাদের জনগণের সুরক্ষায় আত্মরক্ষার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। আমরা কীভাবে সেই অধিকার প্রয়োগ করব, তা একান্তই আমাদের সিদ্ধান্ত। এই বিষয়ে অন্য কেউ আমাদের দিকনির্দেশনা দিতে পারে না। এটি একটি সাধারণ যুক্তিসংগত অবস্থান।’’

সম্পর্কিত