চরচা ডেস্ক

নির্বাচনের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটিতে এরই মধ্যে সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
গত বুধবার নৌবাহিনীর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হ্লাইং বলেন, নৌবাহিনী সেনা ও অস্ত্র পরিবহন, গোলাবর্ষণ ও যুদ্ধ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া ও চীনের সঙ্গে নৌ সহযোগিতাও বাড়াচ্ছে দেশটি।
এদিকে গত এক সপ্তাহে মিন অং হ্লাইংয়ের নির্দেশে মিয়ানমারের বৃহত্তম জাতিগোষ্ঠী বামার অধ্যুষিত এলাকায় বিমান হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা বাড়িয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, ভোটের আগে সাগাইং, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চলে জান্তা বাহিনী প্রায় ৪০টি বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও লুটপাটের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নিয়মিতভাবে চালানো হচ্ছে তল্লাশি অভিযান, করা হচ্ছে লুটপাটও।
এদিকে শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতার মধ্যে নির্বাচনী পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে।
প্রথম দুটি ধাপের ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর এবং ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটিতে এরই মধ্যে সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
গত বুধবার নৌবাহিনীর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হ্লাইং বলেন, নৌবাহিনী সেনা ও অস্ত্র পরিবহন, গোলাবর্ষণ ও যুদ্ধ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া ও চীনের সঙ্গে নৌ সহযোগিতাও বাড়াচ্ছে দেশটি।
এদিকে গত এক সপ্তাহে মিন অং হ্লাইংয়ের নির্দেশে মিয়ানমারের বৃহত্তম জাতিগোষ্ঠী বামার অধ্যুষিত এলাকায় বিমান হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা বাড়িয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, ভোটের আগে সাগাইং, ম্যাগওয়ে ও মান্দালয় অঞ্চলে জান্তা বাহিনী প্রায় ৪০টি বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও লুটপাটের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নিয়মিতভাবে চালানো হচ্ছে তল্লাশি অভিযান, করা হচ্ছে লুটপাটও।
এদিকে শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতার মধ্যে নির্বাচনী পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে।
প্রথম দুটি ধাপের ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর এবং ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির কারাবাসের পরিবেশ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডস বলেছেন, যে পরিস্থিতিতে বুশরা বিবিকে আটক রাখা হয়েছে, তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক