চরচা প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হওয়া বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদ বলেন, ‘ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো ধরনের আন্দোলনে যায়নি ছাত্রদল। বরং পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে প্রশাসনকে অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সময় দেওয়া হয়েছে।’
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, তবে ২০১৯ সালের মতো এবারের ডাকসু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হওয়া বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদ বলেন, ‘ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো ধরনের আন্দোলনে যায়নি ছাত্রদল। বরং পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে প্রশাসনকে অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সময় দেওয়া হয়েছে।’
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, তবে ২০১৯ সালের মতো এবারের ডাকসু নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।’

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।