চরচা প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ভেতরে দশম শ্রেণির স্কুলছাত্রী ফাতেমা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মিলন নামে এক হোটেলকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রাজধানী থেকে মিলনকে গ্রেপ্তার করে র্যাব-৩।
সনদ বড়ুয়া বলেন, স্কুলছাত্রী ফাতেমার সঙ্গে হোটেলকর্মী মিলন অনৈতিক কাজ করতে চায়। এতে বাধা দিলে ক্ষোভে মিলন তাকে গলাকেটে হত্যা করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ভেতরে দশম শ্রেণির স্কুলছাত্রী ফাতেমা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মিলন নামে এক হোটেলকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রাজধানী থেকে মিলনকে গ্রেপ্তার করে র্যাব-৩।
সনদ বড়ুয়া বলেন, স্কুলছাত্রী ফাতেমার সঙ্গে হোটেলকর্মী মিলন অনৈতিক কাজ করতে চায়। এতে বাধা দিলে ক্ষোভে মিলন তাকে গলাকেটে হত্যা করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য আরও দুই দিনের সময় নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আজ সোমবার সকালে মামলার বাদী আদালতে হাজির হয়ে এই সময়ের আবেদন করেন।