রুশ কোম্পানিতে নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৫%

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রুশ কোম্পানিতে নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৫%
রুশ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর তেলের দাম বাড়ে ৫ শতাংশ। ছবি: ফ্রিপিক

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর পরপরই বৃহস্পতিবার বৈশ্বিক তেলের দাম ৫ শতাংশ বেড়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই, ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমানোর কথা ভাবছে বলে জানিয়েছে রয়টার্স।

আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়েছে রসনেফট ও লুকোইল নামের রাশিয়ার দুইটি বিশাল তেল কোম্পানি। কোম্পানি দুইটি একসঙ্গে বিশ্বের মোট তেল উৎপাদনের ৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে।

এই পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের নীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মাত্র এক সপ্তাহ আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে এক সম্মেলনে আলোচনায় বসবেন।

গত সপ্তাহে ব্রিটেন রসনেফট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ১৯ দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে রুশ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা।

মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার পরই ব্রেন্ট ও ডব্লিউটিআই ফিউচার্সের (অপরিশোধিত তেলের ব্র্যান্ড) দাম ব্যারেল প্রতি ২ ডলারের বেশি বেড়ে যায়।

জ্বালানি গবেষণা ও পরামর্শদানকারী প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির পরিচালক বলেন, “এ পর্যন্ত, গত ৩-১/২ বছরের রাশিয়ার বিরুদ্ধে আরোপিত প্রায় সব নিষেধাজ্ঞাই দেশটির তেল উৎপাদন বা আয় কমাতে তেমন প্রভাব ফেলতে পারেনি।”

সম্পর্কিত