শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: বাসস

শাপলা প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, “শাপলা প্রতীক বিষয়ে ইসির অবস্থান একই। জাতীয় প্রতীক দলীয় প্রতীক হিসেবে বরাদ্দের কোনো বিধান নির্বাচন পরিচালনা বিধিমালায় নেই। তাই এটি বরাদ্দের সুযোগও নেই।”

আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানাতে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা বিকল্প না জানালে, কমিশন নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে অস্থিরতা তৈরি হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, “এটা সময়ের ব্যাপার, সময়ে দেখা যাবে।”

শাপলা প্রতীকে আইনি বাধা আছে কিনা-এ প্রশ্নে সচিব বলেন, “কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি দরকার মনে করা হয়নি।”

গণভোট বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে এখনই মন্তব্যের সুযোগ নেই। কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনো বিষয় উপস্থাপিত হয়নি।”

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আখতার আহমেদ জানান, ইসি ইতিমধ্যে বেশ কিছু ধাপ সম্পন্ন করেছে এবং বাকি প্রস্তুতিও চলমান। জাতীয় নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।

স্থানীয় পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত পর্যবেক্ষক চিহ্নিত করে মানসম্মত নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে সচিব জানান, ১২টি দলের বিষয়ে অতিরিক্ত তথ্যানুসন্ধান চলছে। আগামী সপ্তাহে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে।

আখতার আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে, যেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সম্পর্কিত