ভারত থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভারত থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
প্রতীকী ছবি

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সুপারিশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই জ্বালানি বাংলাদেশে আসবে। কমিটির সভায় প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুমোদনের ফলে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ (আইবিএফপিএল)-এর মাধ্যমে এই ডিজেল আনা হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল কেনা হবে।

জ্বালানি আমদানির এই প্রক্রিয়ায় সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৪৬১ দশমিক ৭৬ কোটি টাকা।

সম্পর্কিত