ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, নির্বাচন মার্চে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, নির্বাচন মার্চে
নেপালের পার্লামেন্ট। ছবি: এক্স থেকে নেওয়া

নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সুপারিশে শুক্রবার রাতে সংসদ ভেঙে দেওয়া হয়। পরে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি'দের সহিংস বিক্ষোভে বহু হতাহতের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর ছয় মাসের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ৭৩ বছর বয়সী কার্কি।

সম্পর্কিত