চরচা ডেস্ক

নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সুপারিশে শুক্রবার রাতে সংসদ ভেঙে দেওয়া হয়। পরে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি'দের সহিংস বিক্ষোভে বহু হতাহতের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর ছয় মাসের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ৭৩ বছর বয়সী কার্কি।

নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সুপারিশে শুক্রবার রাতে সংসদ ভেঙে দেওয়া হয়। পরে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে জেন-জি'দের সহিংস বিক্ষোভে বহু হতাহতের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর ছয় মাসের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ৭৩ বছর বয়সী কার্কি।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।