ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ। ছবি : বাসস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে আইরিশদের বিপক্ষে এটিই টাইগারদের সবচেয়ে বড় জয়।

বাংলাদেশ প্রথম ইনিংসে তুলে ৫৮৭ রান। জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করে ২৮৬। ফলে তারা ফলো–অনে পড়ে আবার ব্যাট করতে নামে। তৃতীয় দিনের শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৬ রান। বাসসেের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

চতুর্থ দিনে কিছুটা লড়াই করলেও বেশি দূর যেতে পারেনি তারা। এন্ডি ম্যাকব্রিন ৫২ রান করেন এবং বলবির্নি করেন ৩৮। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ২৫৪ রানে থামে আইরিশদের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস পরাজয় বরণ করতে হয় অতিথিদের।

বাংলাদেশের হয়ে হাসান মুরাদ নেন ৪ উইকেট, তাইজুল ইসলাম ৩ উইকেট এবং নাহিদ রানা নেন ২ উইকেট।

প্রথম ইনিংসে দুর্দান্ত ১৭১ রান করার জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান জয়।

টাইগারদের টেস্ট ইতিহাসে এটি ২৪তম জয় এবং চতুর্থবার ইনিংস ব্যবধানে জয়। এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর মিরপুরে।

সম্পর্কিত