চরচা প্রতিবেদক

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। সরকার এসব বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘‘গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব যে, সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’’
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনোদিনই কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি, এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘আমাদের অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করার কোনো সুযোগ পায়নি। বিশেষ করে আমাদের ছাত্রদল, তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি।’’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। সরকার এসব বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘‘গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব যে, সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’’
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনোদিনই কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি, এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘আমাদের অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করার কোনো সুযোগ পায়নি। বিশেষ করে আমাদের ছাত্রদল, তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি।’’