চরচা ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বহু মানুষ এখনও নিখোঁজ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় মালালে জেলার টুংগান সুলে থেকে কাইনজি জলাধার দিয়ে ডুগা শহরের দিকে যাচ্ছিল নৌকাটি। গাউসাওয়া এলাকায় পানির নিচে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে নারী ও শিশুসহ ১০০ জনের বেশি যাত্রী ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন ও সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বহু মানুষ এখনও নিখোঁজ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় মালালে জেলার টুংগান সুলে থেকে কাইনজি জলাধার দিয়ে ডুগা শহরের দিকে যাচ্ছিল নৌকাটি। গাউসাওয়া এলাকায় পানির নিচে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে নারী ও শিশুসহ ১০০ জনের বেশি যাত্রী ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন ও সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।