তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

অসাংবিধানিক হলেও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, ‘‘আমি এটা ভীষণভাবে করতে চাই। আমার কাছে এখন পর্যন্ত সেরা সংখ্যা রয়েছে।’’

তবে তিনি সঙ্গে সঙ্গেই যোগ করেন, “আসলে আমি এখনো আবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভেবে দেখিনি।”

ট্রাম্পের সাবেক প্রধান রাজনৈতিক কৌশলবিদ এবং উপদেষ্টা স্টিভ ব্যানন সম্প্রতি তার পডকাস্টে দাবি করেন, “ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার একটি পরিকল্পনা রয়েছে।”

স্টিভ ব্যাননের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এসব কথা বলেন। এসময় ট্রাম্প রিপাবলিকান পার্টির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও মন্তব্য করেন।

তিনি ২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “আমাদের দলে কিছু সত্যিই ভালো মানুষ আছে। রুবিও দারুণ, আর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও অসাধারণ।”

সম্পর্কিত