ব্যাংক এশিয়ার নতুন এএমডি হলেন সাব্বির হোসেন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্যাংক এশিয়ার নতুন এএমডি হলেন সাব্বির হোসেন
ব্যাংক এশিয়া। ছবি: ফেসবুক

ব্যাংক এশিয়া পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকার সাব্বির হোসেন। গত ১ জানুয়ারি থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

সাব্বির হোসেন তিন দশকের বেশি সময় ধরে ব্যাংকিং খাতের বিভিন্ন শাখায় কাজ করছেন। বিশেষ করে প্রযুক্তি, ব্যাংকিং অপারেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সাব্বির হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের এমআইটি এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে উচ্চতর এক্সিকিউটিভ সার্টিফিকেট অর্জন করেছেন তিনি।

ব্যাংক এশিয়ায় আসার আগে সাব্বির হোসেন ব্র্যাক ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সম্পর্কিত