কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের নিহত ৫
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। ছবি: চরচা

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানান ওসি মেহেদী হাসান।

সম্পর্কিত