কোনো চাপের কাছে নতি স্বীকার করব না: সিইসি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কোনো চাপের কাছে নতি স্বীকার করব না: সিইসি
নির্বাচন ভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসিরউদ্দিন।

কোনো চাপের কাছে নির্বাচন কমিশন নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘‘আপনারা কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ দেব না। অন্যায় কোন হুকুম দেব না।”

ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, “একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে সেই চেষ্টা আমরা করব। আপনাদের নির্বাচনকালীন দায়িত্ব হবে যে কাজের দায়িত্বে পড়ুক না কেন সেটা আপনারা ন্যায়সম্মতভাবে, আইনসম্মতভাবে নিউট্রালি প্রফেশনালি কাজ করবেন।”

নাসির উদ্দিন বলেন, “নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে। যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। আইন-শৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কেন্দ্রীয় মনিটরিং সেল, জেলা মনিটরিং সেল, ইলেকশন মনিটরিং সেলের সঙ্গে সমন্বয়; এগুলো আপনাদের খুব সিরিয়াসলি নিতে হবে।”

সম্পর্কিত