'শান্তি চুক্তির' মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
'শান্তি চুক্তির' মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে ‘শান্তি চুক্তি’র মধ্য দিয়ে। আজ রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সীমান্ত বিরোধ নিয়ে একটি ‘শান্তি চুক্তি’ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ট্রাম্প বলেন, এই চুক্তি সম্পন্নের জন্য তিনি বাণিজ্য চাপকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তি সম্পন্ন হয়। ট্রাম্প এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে জুলাই মাসের শেষের দিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে ২৪ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

ট্রাম্প আরও বলেন, তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশকে চাপ দিতে আমেরিকান বাণিজ্য চুক্তিকে একটি কৌশল হিসেবে ব্যবহার করবেন।

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের পরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক ফোরাম নেতাদের সম্মেলনে অংশ নেবেন তিনি।দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

সম্পর্কিত