ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।
আজ রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও ব্রিফিংয়ে কথা বলেন।
খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘‘হাদি হত্যার মূল আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। অনেক সময় তদন্তকাজ বিঘ্নিত করতে অপরাধীরা ইচ্ছে করে অনেক তথ্য ছড়ায়, এই ঘটনায় এমনটা হতে পারে।’’
হাদি হত্যা মামলায় মূল আসামি এখন কোথায় আছে–এ ব্যাপারে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, ‘‘তারা হয়তো দেশেই আছে, আমরা তাদের গ্রেপ্তারে সার্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হাদি হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ব্যবহৃত অস্ত্রসহ তিনটি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৫২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ চেক এবং ইলেক্ট্রটনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
ব্রিফিংয়ে ছিলেন এআইজি (মিডিয়া) এইচ এম শাহাদাত হোসাইন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ টুতে ৬ হাজার ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।