চরচা ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বেতন পেতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ড্যানিয়েল কোভালিক। গতকাল বৃহস্পতিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট, তার স্ত্রী, এক ছেলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ওয়াশিংটনের অভিযোগ, পেত্রো মাদক পাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকা তাদের সম্পদ জব্দ করেছে। সেইসঙ্গে আমেরিকা সংশ্লিষ্ট কোনো কোম্পানির সঙ্গে তারা আর্থিক লেনদেন করতে পারছেন না।
কোভালিক বলেন, ‘‘তাদের ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এমনকি সরকারি কর্মচারী হিসেবেও প্রেসিডেন্টের বেতন পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে।”
তিনি জানান, স্পেনে একটি আমেরিকা সংশ্লিষ্ট জ্বালানি কোম্পানি কলম্বিয়ার প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজে জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও পেত্রোর মাসিক বেতন প্রকাশ করা হয়নি।
কোভালিক আশা করছেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হতে পারে। তিনি বলেন, পেত্রো মার্কিন আদালত এবং ট্রেজারি বিভাগের সামনে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন। তবে এটি ‘দীর্ঘ ও জটিল প্রক্রিয়া’।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বেতন পেতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ড্যানিয়েল কোভালিক। গতকাল বৃহস্পতিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট, তার স্ত্রী, এক ছেলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ওয়াশিংটনের অভিযোগ, পেত্রো মাদক পাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকা তাদের সম্পদ জব্দ করেছে। সেইসঙ্গে আমেরিকা সংশ্লিষ্ট কোনো কোম্পানির সঙ্গে তারা আর্থিক লেনদেন করতে পারছেন না।
কোভালিক বলেন, ‘‘তাদের ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এমনকি সরকারি কর্মচারী হিসেবেও প্রেসিডেন্টের বেতন পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে।”
তিনি জানান, স্পেনে একটি আমেরিকা সংশ্লিষ্ট জ্বালানি কোম্পানি কলম্বিয়ার প্রেসিডেন্সিয়াল উড়োজাহাজে জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও পেত্রোর মাসিক বেতন প্রকাশ করা হয়নি।
কোভালিক আশা করছেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হতে পারে। তিনি বলেন, পেত্রো মার্কিন আদালত এবং ট্রেজারি বিভাগের সামনে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন। তবে এটি ‘দীর্ঘ ও জটিল প্রক্রিয়া’।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।