চরচা প্রতিবেদক

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর।
আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলি হয়। শব্দ শুনে হাসপাতালের প্রধান গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন নিজেদের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিবুল্লাহ বলেন, ‘‘নিহতের পরিচয় আমরা কেউ জানি না। কারা তাকে গুলি করেছে সেটিও বলতে পারছি না।’’
নিহতের ভাই হাফিজ ঢামেক হাসপাতালে বলেন, ‘‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে হত্যা করা হলো, আমি জানি না। সে কোনো রাজনীতির সাথে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।’’
ঢামেক হাসপাতেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর।
আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলি হয়। শব্দ শুনে হাসপাতালের প্রধান গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন নিজেদের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিবুল্লাহ বলেন, ‘‘নিহতের পরিচয় আমরা কেউ জানি না। কারা তাকে গুলি করেছে সেটিও বলতে পারছি না।’’
নিহতের ভাই হাফিজ ঢামেক হাসপাতালে বলেন, ‘‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে হত্যা করা হলো, আমি জানি না। সে কোনো রাজনীতির সাথে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।’’
ঢামেক হাসপাতেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।