চরচা ডেস্ক

আমেরিকার নর্থ ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সেসনা ৫৫০ মডেলের উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার মুখে পড়ে। এরপর সেটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রানওয়েতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজের ভেতরে থাকা যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়েছে।
নর্থ ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেগ বিফল ও তার নিকটাত্মীয়রা বিমানে ছিলেন। তবে দুর্ঘটনার পর সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
উড়োজাহাজটি এমন একটি কোম্পানির নামে নিবন্ধিত ছিল, যার সঙ্গে বিফলের সম্পর্ক রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ফ্লোরিডাগামী ছিল।
গ্রেগ বিফল নাসকার কাপে ২০ বছরের ক্যারিয়ারে ১৯টি রেস জয় করেছিলেন। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা ড্রাইভারের’ একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরানো শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

আমেরিকার নর্থ ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সেসনা ৫৫০ মডেলের উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার মুখে পড়ে। এরপর সেটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রানওয়েতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজের ভেতরে থাকা যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়েছে।
নর্থ ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেগ বিফল ও তার নিকটাত্মীয়রা বিমানে ছিলেন। তবে দুর্ঘটনার পর সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
উড়োজাহাজটি এমন একটি কোম্পানির নামে নিবন্ধিত ছিল, যার সঙ্গে বিফলের সম্পর্ক রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ফ্লোরিডাগামী ছিল।
গ্রেগ বিফল নাসকার কাপে ২০ বছরের ক্যারিয়ারে ১৯টি রেস জয় করেছিলেন। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা ড্রাইভারের’ একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরানো শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।