ইসি বলেছে, ভোটে পোস্টার, ড্রোন এবং বিদেশে প্রচারণা নিষিদ্ধ।
চরচা প্রতিবেদক

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণে নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বলেছে, ভোটে পোস্টার, ড্রোন এবং বিদেশে প্রচারণা নিষিদ্ধ। পাশাপাশি ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না এবং প্রার্থী ও দলকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে।
সোমবার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫’ প্রকাশ করে ইসি। এতে বলা হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; কী করা যাবে, আর কী করা যাবে না। এসব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং দলীয় পর্যায়ে সমপরিমাণ আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত শেষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে নির্বাচন কমিশনের হাতে।
প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একসঙ্গে এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং আচরণবিধি মানতে বাধ্যতামূলক অঙ্গীকারনামা দেওয়ার নিয়মও চালু হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আচরণবিধি আমরা আগেই চূড়ান্ত করেছিলাম। আরপিও জারি হওয়ায় আজই গেজেটে পাঠানো হয়েছে।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে এবার বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশন সচিব আখতার আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার
প্রার্থীরা, তাদের নির্বাচনী এজেন্ট বা প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন, তবে-
গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে এবার নতুন ধারা যুক্ত করে নির্বাচনী অপরাধ হিসেবে শাস্তির বিধান রাখা হয়েছে।
আচরণবিধির অন্যান্য দিক
নতুন ভোটিং ব্যবস্থা
প্রথমবারের মতো আইটি-সক্ষম পোস্টাল ভোটিং চালু হয়েছে। দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
আরপিও সংশোধন ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের সব ধাপ সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা-সব সংশোধন প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণে নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বলেছে, ভোটে পোস্টার, ড্রোন এবং বিদেশে প্রচারণা নিষিদ্ধ। পাশাপাশি ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না এবং প্রার্থী ও দলকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিতে হবে।
সোমবার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫’ প্রকাশ করে ইসি। এতে বলা হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে; কী করা যাবে, আর কী করা যাবে না। এসব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং দলীয় পর্যায়ে সমপরিমাণ আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত শেষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে নির্বাচন কমিশনের হাতে।
প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একসঙ্গে এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং আচরণবিধি মানতে বাধ্যতামূলক অঙ্গীকারনামা দেওয়ার নিয়মও চালু হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আচরণবিধি আমরা আগেই চূড়ান্ত করেছিলাম। আরপিও জারি হওয়ায় আজই গেজেটে পাঠানো হয়েছে।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে এবার বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশন সচিব আখতার আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার
প্রার্থীরা, তাদের নির্বাচনী এজেন্ট বা প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে পারবেন, তবে-
গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে এবার নতুন ধারা যুক্ত করে নির্বাচনী অপরাধ হিসেবে শাস্তির বিধান রাখা হয়েছে।
আচরণবিধির অন্যান্য দিক
নতুন ভোটিং ব্যবস্থা
প্রথমবারের মতো আইটি-সক্ষম পোস্টাল ভোটিং চালু হয়েছে। দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
আরপিও সংশোধন ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের সব ধাপ সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা-সব সংশোধন প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন।

আগামী বছরের ১ জানুয়ারি জাতিসংঘের দশম মহাসচিব পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন। আর সেসবের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি আনালিনা বেয়ারবক গত বুধবার দেশগুলোকে আগামী ১ এপ্রিলের মধ্যে প্রার্থীদের নাম মনোনীত করার আহ্বান জানিয়েছেন। এর ফলে, প্রার্থীরা এ বছর ২০ এপ্

ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় উৎসাহিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি দিচ্ছেন। এমন এক সময়ে এই হুমকি আসছে, যখন ইসলামি প্রজাতন্ত্রটির ধর্মীয় শাসকরা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে পড়েছে। ট্রাম্পের এই বারবার সতর্