Selim khan

তবে ২০০১ সালের আগে থেকে বিএনপি জামায়াতে ইসলামী সঙ্গে জোট করেও মধ্য-ডানপন্থী দল হিসেবে নিজের পরিচয় ধরে রাখতে পারলে এনসিপির সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই।

বাংলাদেশ আগামী আরও অনেক বছর জোট রাজনীতির চক্র থেকে বেরোতে পারবে, এমন আশা কম। ফলে জোটের অংশ হয়ে নির্বাচনে জিতে আসার সুযোগ তৈরি করার জন্য ছোট দলগুলো নিবন্ধনে উৎসাহী নাও হতে পারে। অন্যদিকে বড় শরিকও চাইবে না, তাদের প্রতীক ছাড়াই কেউ জিতে আসুক বা তার নিজস্ব পরিচয় তৈরি হোক।

গত কয়েক শ বছর বছর ধরে পশ্চিমাদের চশমায় গণতন্ত্রকে সাধারণত একটি সার্বজনীন রাজনৈতিক ব্যবস্থা হিসেবে দেখার অভ্যাস হয়ে গেছে। এটা অবশ্য পশ্চিমারা মানতে চায় না। তারা একই মাপের জামা সবার গায়ে পরাতে চায়।