
ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাসনিম জারা। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। খিলগাঁও থেকে ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, সকালে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।