
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতের রাজনীতির ইতিহাসে এটি একটি রেকর্ড। কারণ এর আগে ভারতের কোনো রাজ্যের কোনো রাজনীতিবিদ এতবার মুখ্যমন্ত্রীর শপথ নেননি।

ইতিহাস বলছে, ১৯৮৩ সালে আঞ্চলিক দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) উত্থানের পর থেকে খুব কম নতুন দলই ভারতের রাজনীতিতে নিজেদের জায়গা করে নিতে পেরেছে। যে কয়েকটি দল এই জায়গা পেয়েছে তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও ওড়িশার বিজু জনতা দল।

বুথফেরত জরিপ
বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট এনডিএ বড় ব্যবধানে এগিয়ে। এনডিটিভি জানিয়েছে, দৈনিক ভাস্করের জরিপে এনডিএ ১৪৫–১৬০টি, কংগ্রেস–আরজেডি জোট এমবিবি ৭৩–৯১টি, জেএসপি ০–৩টি ও অন্যরা ৫–৭টি আসন পেতে পারে। অন্য জরিপগুলোও প্রায় একই ইঙ্গিত দিয়েছে