
এ ছাড়া সাধারণ রোগে আক্রান্তদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

প্লাটুন কমান্ডার আরও বলেন, “ভুক্তভোগী নারী জানান, অস্ত্রোপচারের জন্য তাকে ২২ হাজার টাকা খরচ করতে হয়েছে। এরপর শিশুটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথা তিনি জানতে পারেন। তবে পরবর্তীতে সন্তানটি দিতে রাজি না হওয়ায় পাচারকারীরা নবজাতককে দুধ খেতেও দিচ্ছিল না।”

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় হাজার পরিবারের ঘরবাড়ি, সম্পদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। খাদ্য সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে আনসারদের জন্য সাশ্রয়ী দামে ১৭ হাজার শট গান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

নির্বাচন সামনে রেখে এই সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করা হবে। এছাড়া বিজিবির ৩৫ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার এবং কোস্টগার্ডের চার হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবও প্রায় আট হাজার সদস্য নিয়ে নিরাপত্তায় অংশ নেবে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে।