নির্বাচনের জন্য বডিওর্ন ক্যামেরার সংখ্যা কিছুটা কমছে: অর্থ উপদেষ্টা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নির্বাচনের জন্য বডিওর্ন ক্যামেরার সংখ্যা কিছুটা কমছে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে আনসারদের জন্য সাশ্রয়ী দামে ১৭ হাজার শট গান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা ছিল। তবে সেই সংখ্যা এখন কিছুটা কমিয়ে আনা হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে ১৭ হাজার শটগান কেনার এবং চাহিদা থাকায় এক লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে।

সালেহউদ্দিন আরও বলেন, জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে এবার শুধু স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা দেওয়া হবে।

সম্পর্কিত