চরচা ডেস্ক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে আনসারদের জন্য সাশ্রয়ী দামে ১৭ হাজার শট গান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা ছিল। তবে সেই সংখ্যা এখন কিছুটা কমিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে ১৭ হাজার শটগান কেনার এবং চাহিদা থাকায় এক লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে।
সালেহউদ্দিন আরও বলেন, জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে এবার শুধু স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা দেওয়া হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে আনসারদের জন্য সাশ্রয়ী দামে ১৭ হাজার শট গান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার কথা ছিল। তবে সেই সংখ্যা এখন কিছুটা কমিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে ১৭ হাজার শটগান কেনার এবং চাহিদা থাকায় এক লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে।
সালেহউদ্দিন আরও বলেন, জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে এবার শুধু স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা দেওয়া হবে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।