নির্বাচন বানচালে হাদির ওপর হামলা: সালাহউদ্দিন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচন বানচালে হাদির ওপর হামলা: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে তারই অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে এ দিন বেলা ১১ টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এসময় জাতীয় নির্বাচন সফল ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন।

পরে সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরিফ ওসমান হাদির ওপর। হামলা করে নির্বাচন ঠেকানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের ঐক্যবদ্ধ অবস্থানই এদের প্রতিহত করতে হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে না পারলে এমন ঘটনা আরও ঘটবে।

দু একদিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে, সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা।

সম্পর্কিত