গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি!
ছবি: সংগৃহীত

ভুয়া ফেসবুক পেইজ থেকে গ্রামীণ ব্যাংকের নামে ঋণ বিজ্ঞপ্তি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলা কেনা বা বানানোর জন্য সহজ কিস্তিতে ঋণ দেওয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। যাচাইয়ে দেখা যায়, যেই ফেসবুক পেইজ থেকে পোস্টটি দেওয়া হয়েছে, সেটি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল পেইজ নয়। পেইজটি ২০১৩ সালে খোলা হলেও ২০২৫ সালের নভেম্বরে এর নাম পরিবর্তন করে ‘গ্রামীণ ব্যাংক’ রাখা হয়। এর আগে পেইজটির নাম ছিল ‘নিউ সানরাইজ’।

গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজগুলো পর্যালোচনা করেও এ ধরনের কোনো ঋণ কর্মসূচি বা বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যায়নি বলে জানায় বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।

বাংলাফ্যাক্ট জানায়, যেই ফেসবুক পেইজ থেকে পোস্টটি দেওয়া হয়েছে, সেটি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল পেইজ নয়। গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজগুলো পর্যালোচনা করেও এ ধরনের কোনো ঋণ কর্মসূচি বা বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যায়নি।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

সম্পর্কিত