সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন আহত ও অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে থানা-পুলিশ, হাইওয়ে-পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মোরশেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে— ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন আহত ও অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে থানা-পুলিশ, হাইওয়ে-পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মোরশেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে— ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।