খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের শোক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের শোক
ছবি: জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায় কমিশন।

খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তার রাজনৈতিক জীবন ও আদর্শ এদেশের মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে মন্তব্য করে কমিশন সচিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন সচিবালয় বিশ্বাস করে, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আর এই দলটির দীর্ঘদিনের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পর্কিত