পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত
নির্বাচন কমিশন। ছবি: বাসস

প্রবাসী এবং দেশের তিন শ্রেণির ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময় ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “এইবারই প্রথমবারের মতো অনলাইনের নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নির্বাচন কর্মকর্তারা এখনো নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। আবার প্রবাসী অনেকেই সময় বাড়ানোর আবেদন করছেন। তাই প্রবাসী এবং দেশে সকলের জন্য এই সময় বাড়ানো হয়েছে। এর পরে আর সময় বাড়ানো সম্ভব নয়।”

নির্বাচন কমিশনের ওসিভি পোর্টালে প্রদত্ত হিসেব অনুযায়ী, আজ বিকেল সোয়া চারটা পর্যন্ত ১০ লাখ ৫৩ হাজার ১৫৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ লাখ ২১ হাজার ৫১৫ জন পুরুষ এবং ১ লাখ ৩০ হাজার ৪৭৬ জন নারী।

এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ তিন শ্রেণির ব্যক্তির (সরকারি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং জেলখানায় থাকা হাজতি ও কয়েদী) সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৫৬৪।

এখন পর্যন্ত সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসীরা নিবন্ধন করেছেন, ১ লাখ ৮৭ হাজার ৬৯৮ জন। সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী নিবন্ধন করেছেন এমন দেশগুলোর মাঝে আছে কাতার থেকে ৬৬ হাজার ৩৩৫ জন, মালয়েশিয়া থেকে ৫৭ হাজার ৮২ জন, ওমান থেকে ৪৭ হাজার ৭৩৬ জন এবং ৩১ হাজার ৪১১ জন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে।

দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী নিবন্ধন করেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৪ জন, নির্বাচনী দ্বায়িত্বপ্রাপ্ত ৬৬ হাজার ৫০৪ জন, আনসার ভিডিপি সদস্য ৫ হাজার ৩৪৭ জন এবং কারাবন্দি ৫ হাজার ২৯ জন।

সম্পর্কিত