দেশের জন্য কাজ করার আহ্বান তারেক রহমানের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশের জন্য কাজ করার আহ্বান তারেক রহমানের
বিএনপির কার্যালয়ে তারেক রহমান। ছবি: চরচা

নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে তিনি এসব কখা বলেন।

তারেক রহমান বলেন, “আমদের যার যতটা সামর্থ আছে ততটুকু দিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করব। রাস্তায় হেঁটে যাবার সময় যদি একটি কাগজের টুকরো পড়ে থাকতে দেখেন সেটি সরিয়ে হলেও দেশের জন্য কাজ করবেন।“

আজ বিকেল সাড়ে তিনটার দিকে তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান। তবে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে তার গাড়িবহর প্রায় আধঘণ্টা সড়কে আটকে থাকে। অতিরিক্ত ভিড়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কার্যালয়ে প্রবেশের পর বারান্দায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, ‘’আজ আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা খুব শিগগিরই আপনাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করব, তখন আমি বক্তব্য দেব। এখন আপনাদের অবস্থানের কারণে রাস্তায় সাধারণদের অসুবিধা হচ্ছে। আপনার সাধারণদের চলাচলের ব্যবস্থা করে দিন।‘’

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।

সম্পর্কিত