কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড, পুলিশের জলকামান–লাঠিপেটা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড, পুলিশের জলকামান–লাঠিপেটা
ছবি: ভিডিও থেকে নেওয়া

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে কারওয়ান বাজার মোড়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা ব্যবহার করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে মোবাইল ব্যবসায়ীরা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করলে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টার দিকে পুলিশ অবরোধকারীদের সড়ক ছাড়তে বললে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর প্রথমে জলকামান, পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। পরে ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে সরে যান এবং বেলা ১টার দিকে বসুন্ধরা সিটি শপিংমলের সামনে অবস্থান নেন।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান চরচাকে বলেন, মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মোবাইল ফোন বাজারে অবৈধ ও আন-অফিশিয়াল মোবাইল ফোনের বন্ধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর। এরপর অবৈধ ও আন-অফিশিয়াল ফোনগুলো নেটওয়ার্ক থেকে বিছিন্ন হয়ে যায়।

সম্পর্কিত