ওসমান হাদির মৃত্যুতে আমেরিকার শোক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওসমান হাদির মৃত্যুতে আমেরিকার শোক
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে আমেরিকা। ছবি: রয়টার্স

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ শুক্রবার এক শোকবার্তায় মার্কিন দূতাবাস ওসমান হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

শোকবার্তায় বলা হয়, এই দুঃখজনক সময়ে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তরুণ এই নেতার অকাল মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

এর আগে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সম্পর্কিত