আমি ঢাকার ছেলে, মিছিল করে বড় হয়েছি: মির্জা আব্বাস

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আমি ঢাকার ছেলে, মিছিল করে বড় হয়েছি: মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ফাইল ছবি/সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ আঘাত কেবল হাদির ওপরে নয়; এ আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপরে। এ আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে, স্বাধীনতার ওপরে। এগুলো প্রতিরোধ করতে হবে।

আজ শনিবার রাজধানীসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। হাদির ওপর হামলার প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচি ডাকে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, “হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। সে আমার প্রতিযোগী। হাদি আমার শত্রু নয়, হাদি রাজপথের লড়াকু সৈনিক। ওর বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি। সে আমার সন্তান সমতুল্য।”

মুসলমান হিসেবে আমরা কখনো কারো মৃত্যু কামনা করতে পারি না উল্লেখ বিএনপি নেতা বলেন, “তবে মুসলমান লেবাসধারী কিছু লোক এই কাজ করেছে, হাসপাতালে ঢুকেও মব করার চেষ্টা করেছে। তারা ভেবেছে তাদের ধমক দেখে আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাব। তবে আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে।”

এই অপশক্তি ও কালো হাত ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “গুলি লাগার পরেই এক গোষ্ঠি বাড়ি ভাঙতে আহ্বান জানিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে এই অবস্থার আরও অবনতি হয়। সুযোগ পেয়ে কিছু বেয়াদব ছেলেপেলে বেয়াদবি করে। এরা কেউ হাদির সমর্থক নয়, একটি বিশেষ দলের কর্মী-সমর্থক।”

বিএনপির এই নেতা বলেন, “হাদির ওপর গুলি চলেছে সোয়া দুইটায়। ঠিক আড়াইটায় ফেসবুকে পোস্ট আসল, সবাই ঐকবদ্ধ হও। কোন একটা বাসায় যেতে হবে ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারেন ব্যাপারটা। কত পরিকল্পিত! এটাকে আরও সংহত করেছে, আমি যখন হসপিটালে যাই তখন। তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে। ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি। শান্ত থেকেছি। নীরব থেকেছি। কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদের তুলাধুনা করতে…।”

জীবনে অনেক নির্বাচন করেছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, “হাদি চাইলে আমি তাকে সহযোগিতা করতেও প্রস্তুত ছিলাম। আমাদের প্রার্থীদের মারামারি করার কোনো রেকর্ড নাই। এই রেকর্ড আওয়ামী লীগ আর ঘোলা পানিতে মাছ শিকার করে যে দল তাদের আছে।”

এসময় সকলকে চোখ কান খোলা রেখে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগে আমাদের একটি শত্রু ছিল কিন্তু এখন বহুমুখী শত্রু। তাদেরকে প্রতিহত করতে হবে।”

মির্জা আব্বাস বলেন, “আসল ঘটনা বেরিয়ে আসুক। আসল দুর্বৃত্ত সাজা পাক। বিশেষ একটি রাজনৈতিক দলে মুখোশ উন্মোচন হোক। হাদিকে নির্বাচনের মাঠে দেখতে চাই। আল্লাহ জয়-পরাজয় নির্ধারণ করে রেখেছে।

সম্পর্কিত